ফেসবুক থেকে ব্লক মেরে এখন ফোনটাও বন্ধ করে দিলাম।সবরকম যোগাযোগ বন্ধ ওর সাথে।কিছুদিন পর থেকে যোগাযোগ করব ভাবছি। কাল রাতে ইকরার সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে।মেয়েটা সবকিছুই ইচ্ছে করে আমার মতের বিরুদ্ধে ।আমার খুব বাজে লাগে ওর এসব ন্যাকামো ।
সকালে ফোনের সুইচ অন করতেই দেখি ৫২ টা টেক্সট। সবগুলা ইকরাই করেছে।বারবার একই লেখা sorry, sorry.
আবার সুইচ অফ করে রেখে দিলাম।
দুদিন কেটে গেল। ওর সাথে যোগাযোগ একদমই নেই।
পরের ঘুম থেকে ওঠে সকালে মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছে মনে হয়।
ফোনের সুইচটা অন করতেই ১০৪ টা মেসেজ ।শেষের দিক থেকে দেখতেছিলাম।
i miss you লিখা অনেক, ,,,বারবার।
যাহোক মিস করছে তাইলে এখন একটু কথা বলা যাক।শেষের মেসেজটা থেকে চোখ আটকে গেল।
“জানো বাবু,জিবনের শেষ প্রান্তে দাড়িয়ে আমি।তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল।তুমিতো ফোনটা বন্ধ করেই রাখলা।”
মেসেজটা দেখেই বুকে প্রচন্ড হাহাকার অনুভব করলাম। ফোন দিলাম।কিন্তু সুইচ অফ।ইকরার ফেন্ড আবিরকে ফোন দিলাম।
আবির বলল,,,কালকে ইকরা লঞ্চ করে দাদুর বাড়ি যাচ্ছিল। তখন লঞ্চডুবি ঘটে।৫/৬ জন কে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সবাই মারা গেছে।”
তারাতারি সেখানে গেলাম।আর মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম ইকরা যেন ৪/৫ জনের মধ্যে থাকে।
ইকরা নেই জীবিতদদের মধ্যে।
২দিন চলে গেল।ওর লাশ ও খুজে পাওয়া গেল না।
নিজের প্রতি তীব্র ক্রোধ জমেছিল।আমাকে কিছু না বলার সুযোগ দিয়েই ইকরা হারিয়ে গেল।
তাই বলছি ভালোবাসার মানুষটাকে কখনো আড়াল করবেন না।হোক সে যত দোষী।।