ঈশ্বর যখন ইব্রাহিমকে হারন শহর ছেড়ে চলে আসতে বলেছিলেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, ইব্রাহিমের বংশধরেরা এমন একটি বিশাল জাতি হবে যে, আকাশের তারার মত তাদের গুনে শেষ করা যাবে না।
অনেক বছর অপেক্ষা করতে করতে ইব্রাহিম আকাশে তারার দিকে তাকিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞার কথা মনে করতেন। শেষে, ইব্রাহিম ও সারী যাখন বুড়া-বুড়ি হয়ে গেলেন তখন তারা সন্তানের আশা প্রায় ছেড়েই দিলেন। আর তখনই ইসহাকের জন্ম হল। যখন সারা তার শিশু ইসহাককে দেখলেন তখন তিনি খুবই খুশি হলেন এবং আনন্দে হাসতে লাগলেন।
বছর যায়, ইস্হাকও বড় ও শক্তিশালী হতে থাকে। তারপর একদিন ঈশ্বর ইব্রাহিমের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন।
ঈশ্বর বললেন, ‘ ইব্রাহিম, আমি চাই তুমি ইস্হাককে অর্থাৎ তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি খুব বেশী ভালবাস, তাকে নিয়ে মোরিয়া দেশে যাও এবং আমার উদ্দেশ্যে বলি উৎসর্গ কর।’
এই নিষ্ঠুর কথা ইব্রাহিম যেন বিশ্বাস করতে পারছেন না। ঈশ্বর কি সত্যিই চান যে, তার ছেলেকে সে নিজ হাতে মেরে ফেলুক! যদিও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু ইব্রাহিম সব সময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শিখেছিলেন। তাই পরের দিন সকালে তারা মোরিয়া দেশের দিকে রওনা করলেন। ইস্হাক কাঠের বোঝা মাথায় নিল আ ইব্রাহিমের কাছে ছিল ছোরা ও আগুন জ্বালাবার পাত্র।
তারা তিনি দিন ধরে হাঁটতে লাগলেন। ইব্রাহিম ভাবতেই পারছেন না এই যাত্রা শেষ হওয়ার পর তাকে কি কঠিন কাজ করতে হবে। কিন্তু তিনি ইস্হাককে এর কিছুই বললেন না। তারা মোরিয়ার এই জায়গার কাছাকাছি চলে এসেছেন। তখন ইস্হাক বলল, ‘বাবা আমাদের কাঠ ও জ্বালাবার পাত্র আছে, কিন্তু ঈশ্বরের কাছে উৎসর্গ করবার জন্য বেড়ার বাচ্চা কোথায়?’
সেই কথা শুনে ইব্রাহিমের খুব কষ্ট হল। তিনি বললেন, ‘ঈশ্বরই ভেড়ার বাচ্চা যুগিয়ে দেবেন।’ তারপর তারা সেই জায়গায় পৌঁছে উৎসর্গের জন্য বেদী তৈরী করে তার উপর কাঠ সাজালেন। এরপর ইব্রাহিম ইস্হাককে বেঁধে বেদির উপরে শুইয়ে দিলেন। তিনি ইস্হাককে উৎর্গ করার জন্য ছোরা হাতে নিতেই ঈশ্বর তাকে ডেকে বললেন, ‘ ইব্রাহিম, থাম! ছেলেটির গালায় ছোরা চালিও না। আমি এখন জানলাম তুমি আমার উপর কতটুকু বিশ্বাস রাখ। আমি জানি, আমি যা-ই তোমাকে করতে বলি না কেন তুমি তা করবে। তুমি জঙ্গলের দিকে তাকিয়ে দেখ, সেখানে একটি ভেড়া দেখতে পাবে যার শিং জঙ্গলে আটকে আছে। ওটাই তুমি বলি উৎসর্গ কর।’
ইব্রাহিম ভয়ে কাঁপতে থাকা তার ছেলেকে বাধা দড়ি খুলে দিয়ে বেদি থেকে নামিয়ে দিলেন। তারা মনের আনন্দে ধন্যবাদের সঙ্গে সেই ভেড়াটিকে সেই বেদির উপরে পোড়ানো-উৎসর্গ হিসাবে উৎসর্গ করলেন। ঈশ্বর আবারও ইব্রাহিমের কাছে সেই আশ্চর্য আশীর্বাদের প্রতিজ্ঞা করলেন। কারণ ইব্রাহিম পরীক্ষার সময়েও ঈশ্বরের বাধ্য ছিলেন।