১. সারাদিন বেশী বেশী দুরুদ শরিফ পড়া
২. ভালভাবে গোসল করা
৩. আতর মাখা
৪. আগে আগে মসজিদে যাওয়া
৫. মসজিদে হেঁটে যাওয়া
৬. ইমাম সাহেব খোৎবার জন্য মিম্বরে উঠার আগ পর্ন্ত বেশী বেশী নফল নামাজ পড়া
৭. খোৎবা আরম্ভ করলে কান লাগিয়ে শুনা
৮. খোৎবার সময় কথা না বলা
৯. সুরা কাহফ তেলাওয়াত করা
১০. আসরের পর সুর্য ডুবা পর্যন্ত দোয়ার ইহতিমাম করা।
আল্লাহ তায়ালা আমাদেরকে জুমার দিন সমস্ত ফাযায়েল নসীব করেন।
গল্পের বিষয়:
ধর্মীয়