জেনারালাইজেশন বিষয়ক প্রলাপ

জেনারালাইজেশন বিষয়ক প্রলাপ

জেনারালাইজেশন বিষয়ক প্রলাপ:

জেনারালাইজেশন, বিষয়ের সরলীকরণ
একচোখা পর্যবেক্ষণ।
অনিবার্য সরলীকরণের দিকে
এগিয়ে যাচ্ছে সমাজ।
রাষ্ট্র কোন ধর্ষণের
বিচার করবে না
কি নারী ধর্ষণ, কী ব্যাংক ধর্ষণ।
এদেশ, এ উপমহাদেশ
কেউ নারীর পক্ষ নেয় নি।
এটি কি খুব সরলীকরণ হয়ে গেলো?

স্বাধীনতা একটি ঘোষণার বিষয়
একটি কবিতার বক্তব্য
একটি যুদ্ধের কারণ;
লাখো মানুষের তাজা প্রাণ
আর মা-বোনের ইজ্জতের কারণ।
স্বাধীনতা কখনও স্বাধীনতার
কারণ নয়।
এটি কি খুব সরলীকরণ হয়ে গেলো?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত