পথের পরে…
চিরল পাতার বন,
সেই বনেতে হাওয়ার বাঁশি
বাজেরে শন শন।
বন ছাড়িয়ে …
দুবলা ডাঙার মাঠ,
রাত পোহালেই মাঠে বসে
ঘাঁসফড়িংয়ের হাঁট।
হাঁট পেরিয়ে…
কলমী লতার গাঁ,
সেই গাঁয়েতে মন গেলে আর
ফিরে আসে না।
গাঁ ডিঙিয়ে……
রঙ বদলের নদী,
নদীর জলে চাঁদ ডুবে যায়
জোছনা নামে যদি।
নদীর মাঝেই …
ছোট্ট ধূসর দ্বীপ,
মধ্য রাতে শিশির পড়ে
টিপ টিপ টিপ টিপ।
গল্পের বিষয়:
কবিতা