মেয়ে

মেয়ে

পত্র দিও,
রাগ করে হলেও পত্র দিও!
অভিমানে থাকলেও পত্র দিও।
কোন এক বিকেলে ডাকপিওন গেলে
মন খারাপের বাহানা করে হলেও খবর নিও…

পত্র দিও,ভুল লেখা হলেও পত্র দিও
বার বার ভুল করা লেখাটা কেটে পত্র দিও!
গভীর রাতে সকলের আড়ালে দরজা বন্ধ করে
মনের না বলা কথা লিখে পত্র দিও…

কাঁপা কাঁপা হাতে ভুল বানান হলেও পত্র দিও
চোখের জলে স্নেহ মেখে পত্র দিও,
আমাকে না দেখার অস্তিরতার ভাষায় পত্র দিও…

প্রদীপ জ্বালানো রাতে একাকীত্ব কষ্টে পত্র দিও
তোমার রাত জাগা প্রহরে নীল কষ্টে পত্র দিও,
তোমার বেখেয়ালী হিসেবের ভুলে খবর নিও..

একটা রাত আমার নামে লিখে দিও
একটা কষ্ট পত্রের পাতায় পাঠিয়ে দিও,
একটা দীর্ঘশ্বাস পত্রের খামে জড়িয়ে দিও!
চোখের কাজল পত্রে মুছে পত্র দিও…

কোন এক বিকেলে
জোড়া শালিক দেখার কষ্টে পত্র দিও,
রাতের জোৎস্না একলা খেয়ে মাতাল হলে
খুব সকালে তোমার পাশে নাহি পেলে!
তবে চোখের জলে বালিস ভিঝিঁয়ে পত্র দিও…

পত্র দিও,তোমার মতো পত্র দিও
যদি কভু পত্র দিতে ইচ্ছে না হয়!
এই তুমি তবে আমার
যত্ন করে ভুলে যেও…

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত