এমনি রোদেলা সকালে তোমায় দেখেছি
তোমায় নিয়ে মনে মনে কত গল্প করেছি,
দুজনার দিনগুলো কত উল্লাসে মেতেছি,
তোমায় সাজিয়ে কত স্বপ্নের দিন এঁকেছি।
মিছেমিছি দেখার জন্য আড়ালে থেকেছি,
দেখা পাবার দিনে কত আনন্দে ভেসেছি,
পরে থাকা ডায়রিতে কত কাব্য লিখেছি,
জ্যোৎস্না রাতে কত কল্পনায় ভাসিয়েছি।
নিশি রাতে চাঁদ তারাকে সে গল্প বলেছি,
শীত ভোরে শিশির জলে কত ভিজিয়েছি,
ফুলেদেরকে তোমার নিয়ে গল্প শুনিয়েছি,
প্রতিক্ষন ভালবাসার ছোঁয়া অনুভব করেছি।
ভাবনার প্রহরে এখনও সেই দিন ছুঁয়ে যায়,
অবুঝ ভালবাসা তোমায় এখনও পেতে চায়,
অপ্রকাশিত ভালবাসা অন্তরে কেঁদে বেড়ায়,
তোমায় না পেয়ে ভালবাসা যে সুদূরে হারায়।
গল্পের বিষয়:
কবিতা