এরই নাম প্রেম

এরই নাম প্রেম

জেনে শোনে অনলে
জ্বলে পুড়ে ছাই
হওয়ার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

গরল পান করিয়া
বিষম জ্বালা সইতে
পারার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

খালি পায়ে উত্তপ্ত
মরুর বুকের বালিকায়
হাঁটায় মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

দহন-বেলাতে খোলা
আকাশ তলে দগ্ধ
হওয়ার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

চাতকির মতো পিপাসায়
কাতর হইয়া ছটপট
করার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

রাতজাগা পাখির মতো
রাত জাগিয়া কারো
কথা ভাবার মাঝে
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

নিশি-দিন কারো জন্য
উদাসীন উন্মাদ হইয়া
থাকার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

ব্যাকুল অন্তরে কারো
আসার পন্থ পানে
চেয়ে অপেক্ষার প্রহর গুনার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত