গানে সুর নেই
ছবিগুলো রং ছাড়া,
মনে সুখ নেই
কবিতা গুলো ছন্দহারা।।
বিষাদ মন নিয়ে
ঘুরি জনতার ভীরে,
প্রার্থনা করি একা
নিরবে বসে মন্দিরে।।
আকাশে মেঘ নেই
সাগরে নেই ঢেউ,
অজান্তে হারিয়েছি তোমায়
জানে না কেউ।।
জানি আমি জানি
ভাঙ্গা কাচঁ লাগেনা জোড়া,
তবুও অপেক্ষা করি
হাতে নিয়ে ফুলের তোড়া।।
গল্পের বিষয়:
কবিতা ![DMCA.com Protection Status](https://images.dmca.com/Badges/dmca_protected_sml_120l.png?ID=f8f7ddb3-c990-447d-a640-4ccef94c0642)