নীতি বাক্য বলে সবাই
কেউ নাহি মানে।
মানলে আবার বিদ্রুপে বলে
নীতি বানের ছেলে।
বললে দোষ,মানলে আবার
নিতিবানের ছেলে।
তাইতো ভাবি আমি
এখন যাব কোন দলে।
হব নাকি দোষী আমি
নাকি নীতিবান।
ভাল কথা বললে সবার চোখের
কাটা
তাইতো আর বলিনা আর
নীতিবানের কথা।
ঠিক বলেছি নাকি আমি
জানতে নাহি চাঁই।
বিবেক বুদ্ধি দিয়ে নিজেরা
একটু ভেবে দেখবেন তাই।
ছোট মাথায় করলাম আমি
যতটুকু পারি।
এখন আমি যাই তবে নিজের পথ
ধরি।
গল্পের বিষয়:
কবিতা