রাত্রি গভীর, কেউ জেগে নেই, সবাই ঘুমের ঘোরে
শুনতে পেলাম ডাকছে বাবা, ডাকছে জোরে জোরে
ওরে ঘুম থেকে ওঠ, ডাকছি তোকে সেই কতক্ষণ ধরে।
বলছে বাবা, পড়ছে মনে? পড়িস তখন ফোরে
অনেক বছর আগের কথা, সেই যে একাত্তরে
এপ্রিলে এক ভোরে
যুদ্ধে গেলাম, যাবার আগে নিলাম কোলে তোরে।
আমার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে ছিলেন দোরে
জড়িয়ে তোকে কেঁদেছিলাম বেশ কিছুক্ষণ ধরে
ওরে সেসব কথা আজকে তোরা ভুললি কেমন করে?
চমকে উঠি, ঘুম ভেঙে যায়
ডাকছে বাবা, আয় কাছে আয়
উথলে ওঠে কান্না বুকে, চোখ ভেসে যায় জলে
ভাবছে বাবা, তার কথা আজ কে এখন আর বলে?
ঘুমিয়ে সবাই থাকে
একাত্তরের ছবি কে আর মনের ভেতর আঁকে?
এই কথা নয় ঠিক
বাবা তোমার স্মৃতি আজও ঘুরছে চতুর্দিক।
নেই তুমি আজ কাছে
কিন্তু এ দেশ আছে
তুমি আছ সেই দেশেরই সবুজ হয়ে গাছে
বাবা তুমি হাতটা বাড়াও পথ ভুলে যাই পাছে।
গল্পের বিষয়:
কবিতা