সকালে উঠে ভাবলাম আবার ঘুম দেই
কিন্তু মাথা বালিশে দিতেই ,
মাথা ঘুরলো ,মনে হলো যেন
মাথার ভেতরের চিন্তা গুলো
প্রতিবাদ করে উঠলো !!
ওরা যেন বলতে চাইছে –
এমন সময়ে অলস হলে চলে !!
প্রিয়তোমাকে দেখতে চলো।
চোখ বুঝতে চাইলেই
চোখ প্রতিবাদ করে উঠলো !!
চোখ বললো আমাকে – দেখবো তাকে
আমি প্রশ্ন করলাম – কাকে ?
চোখ উত্তর দিলো – প্রিয়তমাকে।
ওদিকে মন তার সব চাহিদার গল্প
জানিয়ে দিলো আমার হার্ট টাকে।
হার্ট ছড়িয়ে দিলো
পাওয়া না পাওয়ার হিসেবে
আমার শিরাই শিরায় থাকা রক্তের বিন্দু তে।
আচমকা পুরো দেহ হয়ে পড়লো অস্তির !!
আমার প্রতি টি অঙ্গ আমাকে বলেই চললো –
প্রিয়তোমাকে দেখতে চাই।
সবার একদফা একদাবির কাছে
আমি হার মানলাম !!
ঘুম কাটিয়ে নিজেকে করলাম প্রস্তুত।
আমি রওনা দিলাম অদ্বিতীয়া তোমাকে
দেখার আশায় ,তোমাকে পাবার আশায়।
ঠিক করলাম আজকে বলেই দেব তোমাকে –
পরের জন্মে বয়স যখন ঠিক ষোলো ,
আমরা প্রেমে পরব।
তোমার মাঝে আমি ,আমার মাঝে তুমি
দুজনে লিখবো প্রেমের মহাকাব্য।।
