দীর্ঘ থেকে রাত হচ্ছে দীর্ঘতর,
কালিতে কাগজে মাখামাখি
এতো দূসাধ্য যে লেখালেখি,
সহজে কি হওয়া যায় ছন্দের যাদুকর?
ক্লান্ত মগজে, পরিশ্রান্ত কবি
গীতাঞ্জলি লিখেছিলো রবি,
সহসা কোনো কষ্ট বিনা
নজরুল কি গড়েছিলো অগ্নিবীণা?
কতো ক্লেশ নিয়ে শেষে
ফিরেছিলো মধুদত্ত স্বদেশে,
বাংলার প্রথম সনেট লিখার কালে
একটা দোয়াত, কলম ছাড়া
কে ছিলো তার পাশে?
তাইতো আমি ভয় করি
যদি কলমটা হাতে ধরি,,
আদৌ কি পরিপূর্ণতা পাবে আমার কবিতা??
গল্পের বিষয়:
কবিতা