জাতির পরাধীনতা

জাতির পরাধীনতা

জাতির পরাধীনতা
বাংঙ্গালি কবি সাইমুন খান

৫০ বছর আজ স্বাধীনতার
পরাধীনতার শিকলে বন্দি আজও বাংলার জনতা,
উদ্ভট ক্ষমতা লোভি কিছু জারজ মুসলিম-হিন্দুরা
মুমিন মুসলিমকে প্রতিপক্ষ বানিয়ে অত্যাচার করছে সর্বদা ।

এ দেশ মুসলিম নামে শুধু
কাজে তার লোক দেখান সমবেদনা
অন্তরে মোনাফিকি, প্রতিহিংসা, ভণ্ডামিতে ভরা,
নবীর অপমানে কাঁদেনা
কাদে নেতা নেত্রীর গেলে চুল ছেড়া।

আজ দেখ শাহবাগ,যাত্রাবাড়ী, বায়তুল মোকাররম,বি-বাড়ীয়া, হাটাজারিতে, সারা দেশে,
বয়ে চলেছে পিচঢালা রাজপথে মুমিনের রক্তের বন্যা,
নবীর দুষমন আগমনের প্রতিবাদ এ জালিম সরকার দিয়েছে,
নিরস্ত্র মুমিনকে বুলেট আঘাতে মৃত্যুর ঠিকানা।

নিকৃষ্ট বিকৃত মস্তিকের জানোয়ার এ জাতির কিছু ক্ষমতা লোভি রাক্ষসরা,
খোদার ঘরে লাগায় আগুন পায়না রক্ষা তাহার বক্ষে থাকা মুমিনেরা,
নবী সুন্নাতে করে আঘাত তবুও শান্ত হয় না নর
পিচাশেরা
১৯৭১ শুনেছি, তার চেয়েও ভয়ংকর জঘন্য এ জাতির হায়নারা।

হেফাজত কর হে মাওলা
মজলুম বাংলার নবী প্রেমী মুসলিম জনতা,
ভেংঙে দাও জালেম শাসক গোষ্ঠীর কালো হাত,
বাংলার জমিনে কায়েম কর কোরআন সুন্নাহর ঝণ্ডা।

ইনশাল্লাহ কবুল হবেই একদিন সকল মুমিনের আর্তনাদের আর্জি নামা
ইসলাম হবে মানবতার মুক্তির নিশানা,
আসিতেছে সময়, হুশিয়ার বেইমান মুনাফিক জালিম মুরদাতরা,
সেদিন আল্লাহর আইন থেকে পালানোর পথ খুজে পাবে না ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত