পৃথিবীতে আছে এক ড্যান্সার
 যারে নাচায় সেই নাচেরে,
 মরন তার শেষ সিঙ্গার।
ক্যান্সার কেড়ে নিয়েছে
 হুমায়নের মতো বড় বড় স্যার,
 নাম না জানা আরও কত
 পৃথিবীতে সমাধির মাঝার।
পৃথিবীটা তো আছেই গোলাকার
 পাপড়ি যুক্ত গোলাপ নেই আর,
 মরন ব্যাধি করেছে
 সর্ব হারা এ সংসার।
তার ডাকে তরুন হাজারও ছবি ক্লান্ত ফুলের মতো
 ঝরে যাচ্ছে এক একটি বার,
 ভয়াল থাবা থেকে কখন কি রক্ষা হবে এ ধরা
 বাবার আগে সন্তান করে এ যগত পার।
তবুও থেমে নেই জিবন আর
 বাঁচার জন্য যুদ্ধ করে মানুষ বার বার,
 আসিতেছে সেই দিন করিবে জয় চিৎকার
 হেরে যাবে যখন মানুষের কাছে ক্যান্সার ।
গল্পের বিষয়:
 কবিতা  
  










