অনেক চেষ্টা অনেক অনেক
তবুও জীবিত আবেগ গুলিকে বধ করে
করা গেলো না মৃত।
লুপ্ত হল না তাই চাহিদার খুধা
ইচ্ছেরা মেলল ডানা সহস্র বার।
আমি মানব জন্মে জন্মেছি তাই
জীবন আমায় আগলে রাখতে ব্যস্ত
মহান বাস্তবতা এই সত্যটাকে
প্রমাণ করল বারবার।
হে মহাজীবন,
বাস্তবতা মেনে নিলাম তোমার
তোমার অপরুপ প্রবাহে
ভাসিয়ে দিলাম নিজেকে
আমি দেখতে চাই আসীম গল্পের
শেষের সমাধান।
গল্পের বিষয়:
কবিতা