স্বাধীনতার কবি

স্বাধীনতার কবি

ওরে আমার দুষ্টু ছেলে
ধন্যি ছেলের দল
করতে হবে দেশটা স্বাধীন
আজ এখনি চল।

তোরাই তরুণ, তোরাই শক্তি
তোরাই জাতির বল
তোরাই করবি দেশটা স্বাধীন
অস্ত্র হাতে চল।

পাক হানাদের বুকে তোরা
মারবি গুলি তীর
তবেই হবে দেশটা স্বাধীন
ওরে মহান বীর ।

তোরা আমার বুকেরি ধন
সোনার ময়না পাখী,
নিধন করবি পাক হানাদের
জীবন বাজি রাখি।

স্বাধীনতা মায়ের ইজ্জত
বোনের কানের দুল
বীরাঙ্গনা মা বোনদের
আউলা মাথার চুল ।

যুদ্ধ কর জীবন দিয়ে
করোনা কেউ ভুল
যে করেই হোক আনতে হবে
স্বাধীনতার ফুল ।

তোরা যদি যুদ্ধে না যাস
কেমনে স্বাধীন হবে
সবাই মিলে যুদ্ধে গেলে
স্বাধীন হবে তবে ।

মায়ের ডাকে সাড়া দিয়ে
যুদ্ধে সবাই গেল
স্বাধীন হল বাংলাদেশটা
লাল পতাকা এলো।

বীরাঙ্গনা, শহীদ মাতা
ছাড়ছে চোখের জল
আজ অবধি পাযনি তাঁরা
স্বাধীনতার ফল ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত