কবিতার নামঃ পুতুল খেলার ভুল
লেখকের নামঃ আজফার মুস্তাফিজ
তুই আছিস আমার রং মেলায়
ছোট বেলায় যেমন পুতুল খেলায়।
তোর খেলার পুতুলটাও তো আমারই আঁকা
তবুও আমি একা! কেন আমিই একা?
আমার সবটা ফাঁকা।
নিয়মিত রোজ স্মৃতিচারণ
মস্তিষ্কের প্রতিনিয়ত বারণ।
শুনছে না মন শুনছে না প্রাণ
হাহাকারে মাতে প্রলয় সমান।
আমিই এখন প্রাণহীন পুতুল
জড়তার সাথে ভালোবাসা ছিল ভুল।
গল্পের বিষয়:
কবিতা