ভয়

নিঝুম রাত অন্ধকারে ছেয়ে আছে চারপাশ,
ঘুম না হওয়ায় ভাবলাম আবার হলো কি সর্বনাশ!
সর্বনাশ নয় এতো মনে হয় রবের হাতছানি
বিছানা ছেড়ে এগিয়ে গেলাম নিলাম অজুর পানি।
সালাতে দাঁড়িয়ে অঝোর চোখে কাঁদছি অবিরাম
আল্লাহ আমায় ক্ষমা করো দাও তুমিতো রহমান।
করেছিতো ভুল হবেনা তো আর তুমি যদি দাও মাফ
তোমার পথে থাকবো আমি জানিয়ে দিলাম সাফ।
এতিমরে দিব মসজিদ যাবো ছাড়বো হারাম কাজ
হালাল খাবো করিব দান ছাড়বো দুনিয়ার সাজ।
সত্য বলিব থাকবো না ঘরে দ্বীনের জন্য পথে
তুমি যদি মোরে কবুল কর মরবো তোমার তরে
তোমার পথে চলতে আমি করবোনা মরার ভয়
তুমি দিলে মাফ যাবো মাঠে করবো তোমার জয়।
তোমার কাছে ওগো প্রিয় রব চায় অবশেষে
আমায় তুমি কবুল করো রাসুলের পবিত্র দেশে।
রাস্তা করো সহজ আমার সিরাত মুস্তাকিম
আজাব থেকে মাফ করে দাও তুমিইতো রহীম।
আধার কেটে হলো ভোর আজান তোমার ঘরে,
সালাতে যাবো করবোনা লাজ থাকবোনা আর ঘরে।
তাই দয়াময় মাফ করে দাও শেষ সময়ের দাবি
যদিতাও তার ওসীলায় পাই বেহেশতের চাবি।
আজও কাঁদি একলা ঘরে মাফ পাইনি এই ভয়ে
আল্লাহ জানে কি যে হবে আমার পরকালে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত