মন জুগিয়ে চলতে সবার,
শুধুই যে সে পারে….
সব যুদ্ধে জিতেও কেন
বারবার সে হারে?
একজনকে আনে দুনিয়ায়,
ধরে নিজের গর্ভে,
তবে শুধু কেন সম্মানেতে
বাবার বুকই ভরবে ?
একজন মা তার সন্তানের
সর্বপ্রথম গুরু,
তার হাত ধরে আরম্ভ হয়,
পৃথিবী চেনার শুরু।
বাবাদের গুণ, মায়েদের ভুল,
এমন কেন চিন্তাধারা,
মায়ের থেকেই জ্ঞাত আমাদের,
সবারে আপন করা,
দেবীরুপে সব দান করেও সে,
কিছুই ফিরে পায়নি,
বিশ্বমাঝে চিরআদর্শ
মোদের শ্রেষ্ঠ “জননী”।
গল্পের বিষয়:
কবিতা 