তুমি রোজ পূর্ণিমার নিষ্ঠুর চাঁদ,
রাত ভোর জ্বালাবে আমায়।
ধিকধিক জ্বলে পুড়ে বিবর্ণ ছাই হয়ে
বাতাসে মিশে যাই, দেখ আমি হারাই।
দূর দিগন্ত আমাকে থামাতে পারে না।
হারিয়ে যাই আমি মেঘের পাড়ায়।
তুমি তো পূর্ণিমার নিষ্ঠুর চাঁদ
তারাদের মাঝে মাখো প্রেমের আলো।
কত আলো! আমি শুধু জ্বলে পুড়ে
আঁধারে হারিয়েছি। আমার জ্বালানি শেষ?
জ্বালো আরো জ্বালো। আবার কাঠখড় খুঁজে জ্বালো।
কত আলো! আহা! কত আলো!
গল্পের বিষয়:
কবিতা