হাজার টাকার জুতা পরে
মেজাজ হলো গরম
দুঃখজনক ব্যাপার হলো
সকল জুতাই নরম।
আরে! যখন যাব হেঁটে
উঠবে আওয়াজ তেরে কেটে
তা-না, যেন জুতাজোড়া
পাচ্ছে ভীষণ শরম।
ভালোই ছিল কাঠের গড়া
খটাস খটাস খড়ম
আবিষ্কারের ঠেলায় পড়ে
অবস্থা আজ চরম।
গল্পের বিষয়:
কবিতা হাজার টাকার জুতা পরে
মেজাজ হলো গরম
দুঃখজনক ব্যাপার হলো
সকল জুতাই নরম।
আরে! যখন যাব হেঁটে
উঠবে আওয়াজ তেরে কেটে
তা-না, যেন জুতাজোড়া
পাচ্ছে ভীষণ শরম।
ভালোই ছিল কাঠের গড়া
খটাস খটাস খড়ম
আবিষ্কারের ঠেলায় পড়ে
অবস্থা আজ চরম।