আজ বড় বেদনায় কাতর মন
উদাস আকাশের মতো
আজ সকল ভাবনারা চৌচির
বেদনা দহন জ্বালায়
এই মুহুর্তটি পার হলে
কাল জন্ম নেবে যে দিনটি
তা হতে পারতো আনন্দের
সভ্যমানুষের কাঙ্খিত দিন
না আর তা হয়নি সেদিন
নভেম্বরের তিন তারিখ
উণিষশত পচাত্তুরে
হয়নি-
কারন কিছু উন্মাদ কিছু নরপশু
কিছু উম্মাতাল নেশা খোর
কিছু ভংঙ্কর রক্ত চোষা কীট
কিছু হায়েনার দল
করে ছিল হত্যা জাতির বিবেক
চার জাতীয় নেতাকে
যারা ছিলেন আছেন আজও
জাতির শ্রদ্ধার ধন
শুধু হায়েনারা নিয়ে গেছে কেড়ে
তাদের জীবন
আজ তাই সেই নেশাখোর
উন্মাদদের জানাই ধিক্কার
ষোল কোটি মানুষের ধিক্কারের প্লাবনে
ডুবে যাক সে সকল পশু চীরতরে
যারা নিয়েছে রক্ত চার জাতীয় মহান নেতার
যারা দিয়ে গেছেন এই দেশ জীবন রেখে বাজি
এই মাটিকে করে গেছেন পবিত্র
এই বাংলা মায়ের আঁচলকে
করে গেছেন শিক্ত অাপন লহুতে
জাতির জনকের আদর্শ করে ধারন
জয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম
জয় শহীদ তাজউদ্দিন আহমেদ
জয় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী
জয় শহীদ কামরুজ্জামান
যারা আজও অছেন বেঁচে
এই বাংলায় আপন মহিমায়
( ২রা নভেম্বরে রাতের শেষপ্রহরে লেখা ৩ নভেম্বরে ভাবনা। )