যারা পিছিয়ে পড়া বেঁচেও মরা,
জীবন তাদের ঝলমলিয়ে উঠুক,
তারা সকালবেলার ফুলের মতো ফুটুক ;
ক্ষুধায় তাদের অন্নজল জুটুক ।
যারা হতমান ক্লিষ্ট প্রাণ ভরা
নদীর মতো তারা ছলমলিয়ে উঠুক,
রুগ্ন ভগ্ন জীবন থেকে মধু তারা লুটুক ;
দুই হাতে গোলাপ তাদের ফুটুক ।
যারা অন্ধকারে বন্ধ দ্বারে,
ভোরের পাখির মতো তারা কলকলিয়ে উঠুক,
নুয়ে-পড়া জীবন তাদের ফুলের মতো ফুটুক ;
সকল বাধা সকল ভয় এবার তাদের টূটূক ;
শুষ্ক ভগ্ন রুদ্ধ জীবন ঝলমলিয়ে উঠুক ।
গল্পের বিষয়:
কবিতা