আমি কি চেয়েছিনু কখনো -তুমি ভালবাসো!
নিভৃতে নীলাকাশ ভেঙ্গে -আমাতে আসো,
চেয়েছি কি কখনো তোমার বুকের মৃদু কম্পন
আমার স্বপ্নে গড়ুক ভালবাসার অবুঝ স্পন্দন।
আমি চেয়েছি শুধু একটু তোমার জানালায়
তোমায় দেখি অতপর একটু দুরে যেন নিজেকে লুকায়
অবাক বর্ষায় তুমি একপলক ভিজে ছুটে গাছ তলে,
চেয়েছিনু দেখতে তোমায় আমি একটু আড়ালে
আমি চেয়েছিনু শুধু শিউলী কুড়ানোর ভোরে,
তোমার কাকলীতে প্রথম রৌদ্র দেখি আমার ঘরে।
ছিলনা চাওয়া আমি তুমি মধ্যমাঠে ভরা জোস্নায়
একটু হাসি একটু উচ্ছ্বলতা আর খুনসুটি এলোমেলো দখিনায়,
শুধু চেয়েছি আমি জোস্নার আলোয় ভেজা তোমার বদনখানি
একপলক দেখি, গড়ি ক্লান্ত বিকেলে তোমার বিশুদ্ধ কাহিনি।
গল্পের বিষয়:
কবিতা