এই বৈশাখে,,,,,,,,,,,,
এক গুচ্ছ ফুল হাতে লয়ে আমিও আসবো
কথা দে তুই জানালার পাশেই দাড়াবি,
একটু যদি কোকিলের সুরে ডাকি তোরে
তুই জানালার পর্দা সরিয়ে উকি দিবি।
আমি শত ব্যাথা হাসি মুখেই সয়ে নেবো
যদি ফুলগুলো তোর ঘরে শোভা পায়,
ভেবে নেবো আমারেই বুকে জড়িয়েছিস
যদি ফুলেরা তোর স্নেহের পরশে জড়ায়।
এই বৈশাখে,,,,,,,,,,,,,,,
তোরে নিয়ে একটু শহর ঘুরে দেখার সাধ
তুই কি একটু সময় দিবি আমায় বল
এক রিকসাতেই বসবো হাতে রেখে হাত
আড় চোখে দেখে দেখুক দুষ্টর দল
যদি বলিস পান্তা খাবি রমনায় যাবো ছুটে
চাইলে তোরে দিতে পারি ফানুস কিনে,
ইচ্ছে হলে দোলনায় উঠিস বাধা দেবোনা
কথা দে আমিই থাকবো তোর মনে।
গল্পের বিষয়:
কবিতা