নেই শুধু বৃষ্টি ভেজা তুমি

রেখো না আবদ্ধ করে
জমে থাকা অভিমান গুলো ।
দেখতে যেও না,
খুঁজতে চেয়ো না,
কে তোমার মন ছুঁলো;

শুধু নিজেকে মানিয়ে নাও
এই কৃত্রিমতার জগতের সাথে,
আর্টিফিশিয়াল গোলাপেও আজ গন্ধ থাকে;
শুধু থাকে না কিছু ভুঁয়ো অনুভূতি ।

তুমি বৃষ্টি দেখেছো?
সাথে সেই রামধনু?
কখনো কি কেঁদেছো মেঘেদের সাথে?
তোমাকে না পাওয়ার বেদনা,
আজ ঝরে পড়ে
চোখের বৃষ্টি হয়ে ।
পরিস্থিতির কবলে ছটফটিয়ে আর্তনাদ,
ঠোঁটের সাথে ঠোঁটের সংলাপ;
আজও আছে,
তাকে আগলে রাখার এই দু’হাত
নেই শুধু বৃষ্টি ভেজা তুমি!!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত