আষাঢ়

নীল নবঘনে আষাঢ়গগনে

তিল ঠাঁই আর নাহি রে।

ওগো, আজ তোরা যাস নে ঘরের

বাহিরে।

বাদলের ধারা ঝরে ঝর-ঝর,

আউশের খেত জলে ভর-ভর,

কালী-মাখা মেঘে ও পারে আঁধার

ঘনিয়েছে দেখ্‌ চাহি রে।

ওগো, আজ তোরা যাস নে ঘরের

বাহিরে।

ওই ডাকে শোনো ধেনু ঘনঘন,

ধবলীরে আনো গোহালে।

এখনি আঁধার হবে বেলাটুকু

পোহালে।

দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি

মাঠে গেছে যারা তারা ফিরিছে কি?

রাখাল-বালক কী জানি কোথায়

সারাদিন আজি খোয়ালে।

এখনি আঁধার হবে বেলাটুকু

পোহালে।

শোনো শোনো ওই পারে যাবে ব’লে

কে ডাকিছে বুঝি মাঝিরে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে

আজি রে।

পূবে হাওয়া বয়, কূলে নেই কেউ,

দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,

দরদর বেগে জলে পড়ি জল

ছলছল উঠে বাজি রে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে

আজি রে।

ওগো, আজ তোরা যাস নে গো তোরা

যাস নে ঘরের বাহিরে–

আকাশ আঁধার, বেলা বেশি আর

নাহি রে।

ঝরঝর ধারে ভিজিবে নিচোল,

ঘাটে যেতে পথ হয়েছে পিছল,

ঐ বেণুবন দুলে ঘনঘন

পথপাশে দেখ্‌ চাহি রে।

ওগো, আজ তোরা যাস নে ঘরের

বাহিরে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত