শক্ত একটা বাধন চাই,
যে বাধনে সকল নাই।
জোর জুলুমে সারীর বাধ,
আত্মা কে কি বাধা যায়?
চাই একটা শক্ত বাধন,
ভালো লাগেনা মেকি কাঁদন।
পারলে বাধ, নইলে ছার,
একটা কাজ তো কর সাধন।
বাধ দেখি শক্ত করে,
নইলে ছার যাব ফিরে।
এ ভাবে তো দিন চলেনা,
মনের হিসাব আর মিলা না।
বুঝি যত বোঝাই বেশি,
মনের উপর চাপায় রাশি।
মনের উপর জোর চলেনা,
মন যে আমার আর মানে না।
শক্ত বাধন কি দিতে পারো?
নইলে এ টালবাহানা ছার!
সামনে এসে দাড়াও তোমার,
সাহস যদি থাকে।
কেন আমায় বিব্রত কর?
কাজের ফাকে ফাকে।
ঠিক করেছি আর যাবনা
দেখা সাক্ষাত আর হবেনা
নিলে নেব ষোলো আনা
আট আনতে মন ভরে না।
গল্পের বিষয়:
কবিতা