তোমার মনে আছে ?
সেই যে নীলাঞ্জন নদীর তীরে
বসে ছিলাম দুজনে মিলে
সেই পরন্ত বিকাল বেলাই।
তোমার মনে আছে ?
সেই যে বকুল ফুলের কথা
তুমি আবদার রেখে ছিলে
ওই ওই বকুল ফুল আমাকে একটা এনে দাও
আমি সেই ফুল তোমার হাতে তুলে দিয়ে ছিলাম
কিন্তু, সেই ফুলের মর্যাদা আমি দিতে পেরেছিলাম নাকি জানি না।
তোমার মনে আছে নাকি জানি না-
সেই ভাটিয়ারির গান
আঃ কি সুন্দর সেই সুর
দুজনে শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
কী গো বলো না তোমার মনে আছে নাকি ?
গল্পের বিষয়:
কবিতা