পূর্নতার স্রোতে ভেসে থাকুক তোমার চিত্ত।
আমি অর্থহীন খেয়ালেই আটকে থাকি।
মিথ্যে গল্পের নিশ্চয়তাবোধক হাসি তোমার,
আমি সত্য রংয়ে বেচেঁ থাকি।
বিধ্বংসী মিথ্যে গল্পের আড়াল তুমি, মিথ্যে করতালির উপহাস।
আমার সত্য নয়কো গল্প, এ তো চিরন্তন ইতিহাস।
অট্টহাসি, ভয়ংকরী হিংস্র তোমার অভিলাষ।
তুমি জানোনা আমার ব্যাপ্তি, তোমার ধ্বংসের আভাস।
মিষ্টি ভাষার ধারালো চাকু তোমার মৌলিক অস্ত্র,
আমার সত্যের মুঠো তোমার চোখেও নিরস্ত্র।
আমি মৃদু হাসছি, ওপাশে তোমার গগন বিদারী চিৎকার।
আমি ছিলাম সত্যি, মিথ্যে ঢেকে দেখো আজ নেই হাহাকার।
গল্পের বিষয়:
কবিতা