শোনো সবাই, দিচ্ছি বলে,
গুটি কয়েক সত্য।
কোন রোগে কী দাওয়াই দেবে
এবং কী বা পথ্য।
পড়তে বসে উসখুসিয়ে-
ওঠে যদি মনটা,
ডাংগুলি কি ঘুড়ির ধ্যানে
গোনে ছুটির ঘণ্টা।
মরু পাথার পেরিয়ে যাবার
হবে তখন উষ্ট্র—
এই বুদ্ধি দিয়ে গেছেন
জ্ঞানী জরাথুস্ত্র।
উষ্ট্র কেন? মানে কী?
বুঝলে না তো?
বলে দি।
উষ্ট্র যেমন হপ্তার জল
জমিয়ে রাখে পেটে,
ছুটির খেলা তেমনই ঠেসে
রাখবে মাথায় এঁটে।
চুপিসারে সটকে পড়ার
খোঁজে শুধু মৌ-কা,
ভরা পালেও চড়ায়-ঠেকা—
হয় যদি এক নৌকা—
পড়ার সঙ্গে একটু করে
খেলা দিলে মাখিয়ে,
ছুটির পড়া, পড়ার ছুটি
দুই উঠবে জাঁকিয়ে।
এমনই আরও অনেক দাওয়াই
দিতে পারি বাতলে,
মেলে যদি মনের মতো
ভুজ্যিটা হাত পাতলে।
গল্পের বিষয়:
কবিতা