পাগলে পাগলে খেলা

পাগলে পাগলে খেলা

পাগলে পাগলে খেলা

ওরে ও কুসুম বনের সাপ, একটু
আন্‌বাগানে যা
ওরে ও খেয়া নৌকোর মাঝি, এখন
নোঙর ফেলে ঘুমো
আকাশে হঠাৎ উঠলো তুফান, কেউ কি
দেখেছে জাদুদণ্ড
এ সময় বৃষ্টি তুলবে ঢেউ, তবুও
জ্বলবে বড়বানল
এ সময় এ সময় অরুণে বরুণে যুদ্ধ, যদিও
বাতাসে প্রেমগন্ধ।
ওরে ও বাঁধা রাস্তার পথিক, তোরা কেউ
এদিকে আসিস না
ওরে ও প্রাসাদপুরীর বন্দি, মন দে
দরজার কারুকার্যে গা
য়ে মাখ সোনার রুপোর ধুলো, নিয়ে নে
আরও যত চাস ধুলো
এদিকে মরুভূমে ভূমিকম্প, আঁধারে
উম্মূল খনিগর্ভ
এ তুফান তোরা কেউ দেখবি না, এ শুধু
পাগলে পাগলে খেলা।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত