শিশির-ভেজা ঘাসে তোমার চাঁপা রঙের পা
 তোমার চোখে চোখ রেখেছে।
 সদ্য ফোটা জুঁই
 সেই মুহূর্তে নীরা, তুমি টেরও পেলে না
 ফুলকে ছেড়ে ভ্রমর বলল,
 কিশোরীটিকে ছুঁই!
 যুবতী ছিলে, কোন পুণ্যে ফের কিশোরী হলে
 নদীর ধারে ছড়িয়ে দিলে
 নগ্ন বাহুলতা
 অনন্তও থমকে যায়, সময় পথ ভোলে?
 চোখে তোমার স্বর্গ-স্মৃতি
 ওষ্ঠে অমরতা!
অমনভাবে দাঁড়িয়ে থাকো একটুক্ষণ, নীরা
 যেন অলীক না মনে হয়।
 মিলিয়ে যেয়ো না
 সময় বড় জেদি, এখন কালের প্রহরীরা
 নতজানু হয়ে তোমার
 জড়িয়ে ধরুক পা!
গল্পের বিষয়:
 কবিতা   
  
 Loading...
Loading...













