রক্তবীজ
– সুমিত্র দত্ত রায়
যেতে চেয়েছিলে এক অজানা জগতে।
যেখানে সবুজ চির সবুজাভ রঙে ,
পাতা ঝরা হলুদের নেই আনাগোনা ,
লাল দেখি শুধুই মুখের আশেপাশে ,
সেই সর্বনাশা স্বর্গরাজ্য মাঝে।
খরগোশ লুকিয়ে থাকে – বিবরে মুখ,
প্রতিনিয়ত স্বপ্ন নিয়ে ছিনিমিনি!
ডিমলাইটে কেউটের গরল ঢালা!
চিরহরিৎ বৃক্ষমায়া – বন্দী মন,
প্লাটফর্ম ত্যাগে নিশান সংকেত ।
আঁধারে অনেক গল্প তরতরিয়ে,
শুনশান জীবনে জোয়ারের মতোই।
উর্ণনাভ জালে পতঙ্গের শেষ,
অনেক ফাঁকে ভাগ করা এই জীবন
বোঝনি শূন্য – ভাগে অসীম হয়ে থাকে!
গল্পের বিষয়:
কবিতা