দেওয়াল

দেওয়াল

ভোরের দেওয়াল, রাতের জীবিত – মৃত কীট
ঝোপ ঝাড় ভর্তি মাকড়সার মার্কশিট।
শীতের শিশিরে ভিজেছি এক ছাদে,
সকাল হতেই, সূর্যকে ডাকে মামা বলে।

ব্যস্ত কলকারখানা ধূসর ছবির শহর,
টিকটিকিটা অদ্ভুত, গিরগিটির সাথে টেক্কা
বেসামাল মুরগী শাবক, লুটে খায় গোটা দেশটা।
অবশেষে যা বেচে থাকা, শুকনো হলুদ ঘাস
ভোরের ডাক ভুলে মোরগ, বিমুদ্রাকরণে সহবাস।

গাছেদের প্রভাত সাইরেনে ঠিক দশটা,
চোখ আড়ালে মাতব্বর, মামা সরানোর চেষ্টা।
ভেজা পালক ব্যর্থ উড়তে পাজি মশা – মাছি,
ঝুলছে প্রণয় – দেওয়াল ভর্তি কৃত্রিম প্রজাপতি!
পাল্টে দেওয়াল ঘড়ির কাঁটা নেই কোনো বিরতি,
বিকালের ঘরে ঘন্টা বাজিয়ে করছে সন্ধ্যারতি।।

মাকড়সা জাল মজবুত ক’রে ফাঁসাতে চায় মঞ্চে,
ফুটবল মাঠ শূণ্য শৈশব মুরগী শাবক বেঞ্চে।
জাল পেরিয়ে বাড়ি ফেরা, হতভাগার রোজ ধান্ধে
টিকটিকির জিত গিরগিটির শব, হতাশাই রোজ সন্ধে।
ঠেকছে দেওয়াল তোর পিঠ, কিসের লাজে বিবর্তন,
সেজেছে দেওয়াল তোর ঘরে, দেখাস্ ভারি পরিবর্তন।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত