আজ আমি ভাষাহীন(বাকরুদ্ধ), অন্ধ।
আমার বিবেক আজ নিজের ঘরেই তালাবদ্ধ।
 আজ আমি রাস্তার পাশে পড়ে থাকা তাজা লাশ।
 আমার-ই বিবেক আজ প্রেসব্রিফিংয়ে নিজেরি লাশ দেখে নির্লজ্জ হাসি হাসে।
 আমার-ই প্রশ্নের প্রতিউত্তরে।
আজ আমি সন্তানহারা,
 আমার-ই কাঁধে আমার সন্তানের লাশ,
 আমার বুকে আজ পাষাণভার,
 আজ আমি বোকা-বোবা- অবলা ভারবাহী এক গাধা।
আজ আমি প্রতিবাদহীন ভীতু,
 আজ আমি নিজেরি ভয়ে কেঁপে কেঁপে দুলে ওঠা সবুজের বুকে রক্তলাল পতাকা।
 ৪৭ বছরে লালটা কি ফিকে হয়ে গেছে?
 তবে তো আরো রক্ত চাই রাঙাতে!
 চিন্তা কী! আমি তো আছি।
আমি নিজেকেই নিজে বারবার রাস্তায় চাকার তলায় পিষ্ট করব বিবেকহীন বর্বরের মত।
 আবার প্রেসব্রিফিং করব বিবেকহীন নির্লজ্জের মত।
 সেখানে নিজের লাশ দেখে নিজেই দাঁত কেলিয়ে হাসবো বিবেকহীন নরপিশাচের মত।
গল্পের বিষয়:
 কবিতা  
  










