মুগ্ধ

মুগ্ধ

খোদা আমাকে মুগ্ধ হওয়ার,
অপূর্ব এক ক্ষমতা দিয়েছেন।
তাইতো তোমার অবহেলা,
আর রুক্ষ মেজাজ দেখেও মুগ্ধ হই।
মাঝে মাঝেই নারীবাদী মনটা বলে,
“নারী, তুমি বড্ড বেশি সেকেলে।
তাইতো অবহেলা গুলো গায়েই মাখো না;
সকালের অভিমান, ভুলে যাও বিকালে।”

আমি বলি, ” পুরুষ তো এমনই হবে;
সব সময় দাপট দেখাবে।
পুরুষের মেজাজটা হবে রুক্ষ;
হৃদয়টা হবে, মরুভূমির মত শুষ্ক।
পুরুষ ভালো বাসুক আর না বাসুক,
তাতে কি এসে যায়?
নারীর মন ভরে রবে, চরম মুগ্ধতায়।”
নারীবাদী মনটা আবারও
মাথা চাড়া দিয়ে উঠতে চায়।

মনটার মাথায় হাত বুলিয়ে বলি,
“থাম নারে মন। করিসনা এমন।
খোদা আমাকে মুগ্ধ হওয়ার
যে অপূর্ব ক্ষমতা দিয়েছেন;
আর কাউকে কে দেননি তেমন।”

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত