১.
অগোছালো স্বপ্নগুলো আমার
গুছিয়ে দেবে কেউ?
ফেরারী হয়েছে ছন্দেরা আজ
পিছে দুঃস্বপ্নের ফেউ।
২.
কালরাতে নাকি ছিল মাঘি পূর্নিমা।
তবে কি চাঁদের আলোয় পুড়লো আমার স্বপ্ন রেখেছিলাম যা আঁধারের কাছে জমা?
৩.
“আমার মৃত্যুর জন্য আমিই দায়ী ”
এপিটাফে লিখে গেলাম
ভয় পেয়োনা, কেউ কখনো
জানবে না তোমার নাম!
৪.
প্রতিটা গোধূলির লাল রঙে
মিশে আছে আমার হৃদয়ক্ষরা গান
তুমি কি শুনতে পাও কখনো
পেতেছো কি বাতাসে কান?
গল্পের বিষয়:
কবিতা