খুব চলছে লেখালেখি আর
চলছে মানব বন্ধন।
আমরা সবাই ই জানি,এগুলো
আর কতক্ষন।
আজ নুসরাত, কাল ইসরাত,
এভবেই চলছে।
প্রতিবাদ, মিটিং মিছিল সবাই ই
কিন্তু করছে।
কিন্তু, বিচার? আহ! সে তো
মংগল গ্রহে থাকে,
বহু কাহিনী আছে সেখান থেকে
আনতে তাকে।
এর মধ্যে সবাই ভুলে যায়
ভুক্তভোগীর নামটা,
নতুন কারো নাম আসে,
সাথে তার পরিণাম টা।
এভাবেই চলেছে, এভাবেই চলছে,
এভাবেই চলবে।
স্বজন যাদের হারালো,
অশ্রু তাদের ই ঝরবে।
কিন্তু হবে কি কোন সুরাহা,
হবে কি কোন বিচার?
কার উপর দিবো আমরা?
“বিচার” এর বিচারের ভার??
গল্পের বিষয়:
কবিতা