কোথায় আছ?কেমন আছো?
ইচ্ছে হলেই মেঘে ভাসো!
ইচ্ছে হলেই এক পশলা
বৃষ্টি হয়ে চোখের কোনে
বসত গড়ো, প্রগাঢ় কালো
মেঘে ঢাকা আকাশ হয়ে
মেঘ গুড় গুড় সরব তানে
মারছ উঁকি আমার গানে!
কেমন আছ এই প্রহরে?
কেমন করে কাটছে বেলা..
কেমন করে হাঁটছ পথে
শূন্য করে বুকের মাঝে!
কেমন করে থাক চেয়ে
আকাশ মাঝে ঝড়ের ভীড়ে।
কেমন আছ সেই শহরে?
কেমন আছো ভীষণ দূরে..
কি করছ জানতে চেয়েও
চোখ ভাসিয়ে, দেই পাহারা
মনের কোনের ইচ্ছেটাকে।
একটু খানি কেমন থাকা
ভীষন বাদলায় দম বন্ধে।
একটুখানি খবর শুধু
কেমন আছ? কি করছ?
শুধু জানায় বেশ আছ..
ভালো আছো, এই টুকুই সব।
চোখের কোনের টলমলে
জল, মুছে গিয়ে মুক্তো দানা
বুকের ভেতর নীরব দহন
বাজায় সরোদ এক লহমায়!
গল্পের বিষয়:
কবিতা