নিয়ে যায় মোর সব কিছু, করে ফেলে গ্রাস,
আমারে তখন ছুড়িয়া ফেলে,করে মোর সর্বনাশ।
তখন আমার চেয়ে দেখা ছাড়া করার থাকে না কিছু,
সেসব ভয়াল স্মৃতি তাড়া করে মোর পিছু পিছু।
বিচার আমি চাহিয়াছিলাম তোমাদের সকলের কাছে,
তোমরা কেউ করনি বিচার, দল ছুটে যায় পাছে।
আমিও একদিন ঘুড়িয়া দাড়াবো, রুখিবো সকল পাপ,
আমারে তখন কেউ রুখিবে না,দিবেনা অভিশাপ।
আমার প্রতি হওয়া ব্যভিচারের নিবো আমি প্রতিশোধ,
মনেতে পুষিয়া রেখেছি আমি সকল ঘৃনা আর ক্রোধ।
একদিন আমিও হবো বিজয়ী,বুঝবে সেদিন তারা,
শাস্তি পাবে, মায়ের জাত কে পন্য ভাবে যারা।
গল্পের বিষয়:
কবিতা