মনের অজান্তে

মনের অজান্তে

মনের অজান্তে, যদি মনে পড়ে…
তাকিয়ে আকাশ পানে, খুঁজো আমায়;
কুয়াশার ফাঁকে স্নিগ্ধ আলোয় খুঁজে পাবে আমায়।

অলস বেলায় যদি মনে পড়ে…
খুঁজো লুকোচুরি খেলায় নস্টালজিয়ায়;
মাঠে কিংবা ফুল বাগিচায়।

নির্জনে একাকি, যদি মনে পড়ে…
খুঁজো নীল আকাশের নীলিমায়;
সমুদ্রের ঐ দিগন্তরেখায়।

স্মৃতি কাতরতায়, যদি মনে পড়ে…
লিখো স্মৃতিময় কবিতা, গান;
লিখো মধুময় স্মৃতিকথা দুজনার।

লিখতে গিয়ে, যদি মনে পড়ে…
লিখো ভালবাসায় ডায়েরির শেষ পাতায়
অবসরে ইচ্ছা বা অনিচ্ছায়।

নিসঙ্গতায়, নির্জনে যদি মনে পড়ে…
সেদিন আমায়, মনে রেখো মমতায়-ভালবাসায়;
দেখো, কবিতা কথা কয় স্মৃতিকথায়।

আবেগময় মুহুর্তে, যদি মনে পড়ে…
ভুলে যেও সব, দু:খ কষ্ট
আবেগ, ঈর্ষা ভালোবাসায়।

ভুল করে, যদি মনে পড়ে…
ভুলে যেও সব কিছু;
মনে রেখো না, এ আরতি আমার।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত