একবিংশ শতাব্দীর বৌ

একবিংশ শতাব্দীর বৌ

ভীষণ স্বৈরাচারী বৌ হবো আমি!
আমাকে বিয়ের পর প্রতি সপ্তাহে,
পড়তে হবে নূতন একটা করে বই!
গিফট্ দিতে হবে আমায়
প্রতি মাসে কমপক্ষে চারটি বই!

মদ, সিগারেটের অপমৃত্যু ঘটবে
কারণ
সেদিন হতে তোমার হাতে থাকবে
শুধু আমার হাত!
তুমি আমায় নিয়ে মাঠে মাঠে ঘুরবে
দুর্গত কিংবা বন্যার্তদের পাশে দাঁড়াতে!
আমাদের ম্যারেজ এনিভারসারী
ধুমধাম পালন করবে,
বৃদ্ধাশ্রমে সারাদিন থেকে!

তোমার বন্ধুমহলে তোমার খ্যাতি হবে
বৌ-পাগল হিসেবে!
তোমায় খেতে হবে ঘড়ি ধরে
অনিয়ম কে দিতে হবে বিদায়!
ফিটনেসের জন্য
মনিং ওয়ার্ক বাধ্যতামুলক!

তুমি ঘুষ খেলে
পুলিশ কে খবর দিয়ে আরেস্ট করাবো
আমি!
আমার শাড়ীর কুঁচি ঠিক করে দিতে হবে
তোমায়!
তপ্ত রান্নাঘরে প্রতি সপ্তাহে
চড়ুইভাতি করবো তুমি আর আমি!
চাল ডালের হিসেব
শুধু আমি নয়,
জানবে তুৃমি ও,
আমায় ভালোবাসতে হবে
পাগলের মতো
অন্য দিকে নজর দিলে
পটাশিয়াম সায়ানাইড খাওয়াবো
নিশ্চিত থেকো!

তুমি হবে বিশ্বের সেরা বাবা
কারণ
দায়িত্ব তোমার মায়ের চেয়ে কোন অংশ
কম থাকবে না!
তুমি আমি আর আমাদের বাচ্চা মিলে
হবে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত!
আমার থাকবে না কোন শ্বশুর, শাশুড়ী ননদ-দেবর,
তারা হবেন আমার মা-বাবা, ভাই-বোন।
আমার পরিবার কে ও করতে হবে
তোমার এমনই আপন!
পৃথিবীর সমস্ত মন্দতাকে
তোমায় দিতে হবে বিসর্জন,
যা কিছু ভালো তাই করবে বরণ!
তোমার শুভময় যাত্রা পথের সঙ্গী হবো
আমি! এই আমি! তোমার আমি

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত