আমি তাসলিমা রেনু…
খুব সহজ সরল গ্রাম বাংলার মেয়ে;
ঢাকায় এসেছিলাম সুন্দর একটা জীবন পাবো বলে
তাই নিজেকে তৈরি করার জন্য পড়াশোনা শেষ করেছিলাম।
সুন্দর জীবন পাবো বলে…
প্রিয় মানুষের সাথে ঘর বেধেছিলাম;
ঘর আলো করে ছেলে মেয়ে হয়েছে;
প্রিয় মানুষটাই আর আমার রইলো না।
প্রিয় মানুষ প্রিয় সন্তান নিয়ে…
আমাকে একা, অসহায় করে চলে গেলো;
আর ফিরে এলো না, আমার সুখের সংসারে।
আমি বিপর্যস্ত মন নিয়ে মেয়েকে নিয়ে হয়ে গেলাম একা, নিসঙ্গ।
মেয়েকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম…
দুরদেশে গিয়ে জীবন আবার নতুন করে গুছাতে চেয়েছিলাম।
দুরদেশে যাওয়ার আগে মেয়েকে স্কুলে ভর্তি করার ইচ্ছায়
খোঁজ নিতে স্কুলে গিয়েছিলাম।
বুঝি নি, স্বাধীন বাংলায়…
এভাবে নির্মম ভাবে প্রাণ দিতে হবে আমায়
পাষণ্ড জানোয়ারদের হাতে।
এমন দেশ কি আমরা চেয়েছিলাম?
এমন মিথ্যাচার…
এমন ভয়ঙ্কর বিভীষিকাময় চিত্র;
লাল সবুজ পতাকার দেশে, কখনও হতে পারে না;
আমি বিশ্বাস করি না, করতে চাই না।
এমন অমানবিকতায়…
আমি ঝরে গেলাম জীবন থেকে;
ছেলে মেয়ে আমার এতিম হয়ে গেলো
অতৃপ্ত আত্মার কষ্ট নিয়ে আমি আজ পরপারে।
আমাকে হারিয়ে অবুঝ শিশু তাবা
বুঝতেও পারলো না, মা আর ফিরবে না;
মা মারা গেছে গনপিটুনীতে…
মা হারা হলো আজীবনের জন্য।
হে দেশবাসী…
তোমরা এমন নৃশংস হত্যাকান্ড আর করো না।
মিনতি করি তোমাদের কাছে,
আর কোন জীবন কেড়ে নিও না।
তোমরা এবার জেগে উঠো…
জাগাও তোমাদের ঘুমন্ত বিবেক!!!
মানবিক মুল্যবোধে জেগে উঠো
দূর করে দাও সকল অন্যায়।
জয় হোক মানবতার…
রুখে দাও সকল অন্যায় অত্যাচার;
সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও,
বিবেকে জাগ্রত হও, নির্মূল হোক সব অত্যাচার।