তেপান্তরের চিলেকোঠা

তেপান্তরের চিলেকোঠা

এক পশলা চিমটি কেটে দাগী করেছো হেসে খেলে
ঠায় দাঁড়িয়ে
সাজা ভোগ করেছি নিতান্ত অবহেলায়
অনবরত স্বেচ্ছায় জখম হতে বড়ই সাধ জাগে তোমার কাঠগড়ায় ।

হয়তো আমার মতো অবিকল আমি নই
তোমার মতন হয়ে গিয়েছি দিন শেষে
ফেলে এসেছো নর্দমায় পাখির পালক
আমার আমিত্বে মাখা কিছু পঙক্তির আঁচড়ে ।

প্রয়োজন ছিলো কর্দমাক্ত মাটিতে ছাঁচবো তোমায় আমার করে বিধির খেয়ালে
ভুলে গিয়ে অনন্তকাল গড়া হয় না সে পুতুল আজ কিসের মায়ায়
অযথা বেহিসেবের গড়মিলে হারাই ঠিকানা ,
পালিয়ে এসেছি ভীতু না হতে
স্বপ্ন ফড়িংয়ে রঙধনু উড়িয়ে
ফিরে গিয়েছি তেপান্তরের চিলেকোঠায়
হাতে ছিল গল্প একঝাঁক
শুনবে বলে চলে গেলে ভুল অভিমানে ।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত