নীল কষ্টের বলিরেখা জমেছে; আঁধারের সমস্ত শরীরে
চিহ্ন রাখেনি নিষ্পাপ চোখ, নিশ্চুপ জল পতনের।
যে কয় ফোঁটা ঝরেছিল নিঝুম উপাসনালয়
তৃষ্ণার্ত দেয়াল তাও চুষে নিয়েছে নিরবে।
আঁধারের চাপা কান্নার আওয়াজ
গিলেছে ঝিঁঝিঁ’র অবিরাম শব্দ।
অন্ধের মত আলোহীন চোখ কোনদিন দেখেনি
আঁধারের গভীর বিরহ।
আঙ্গুলের শান্ত স্পর্শ অনুভব করেনি
অমসৃণ কষ্টের ক্ষত।
আঁধারের রঙ আরো কালো হয়েছে
আর্তনাদের শরীর বেড়েছে দীর্ঘে ও প্রস্থে!
গল্পের বিষয়:
কবিতা