তোমাকে

তোমাকে

যন্ত্রণা আর হতাশার ঠিক মাঝ দিয়ে
অন্ধকার-খচিত সরু পথ চলে গেছে
কোন চুলোয় কে জানে, সেই বরাবর
সহসা মিলিয়ে গেলে যেন জিভের আগায়
গুড়পুকুরের হাওয়াই মিঠাই।

সেখানে কি আগুনরঙা প্রখর রোদে
স্বপ্নের ডানা থেকে গলে পড়ে মোম,
ঝরে পড়ে সহস্র পালক?
ইকারুসের থ্যাতলানো অবসাদে
লোহিত কনিকার মত মিশে থাকে
পতনের সেনাপতি অভিকর্ষ ত্বরণ?

সেখানে কি ভালবাসা স্পর্শময়, গভীরতাহীন?
আলো জ্বলে নিভে যায় অথচ অন্ধকার স্থির?
সেখানে কি আতশি কাঁচে দৃশ্য উল্টে আসে?
নাকি পাপ আর পুণ্য মাপে অচিন বাটখারা?

যেখানে গিয়েছ যাও, আমার এই পৃথিবীর পথ,
টালমাটাল, তবু ঘুরি সুখ-দুঃখের দ্বিচক্রযানে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত