স্বপ্ন পথে তুমি আমি

স্বপ্ন পথে তুমি আমি

তারপর তুমি আমি ঘুম থেকে জেগে উঠব
চোখ খুলে স্মিত হাসি তোমার ঠোঁটে
তুমি ভুলেই যাবে পিছনে ফেলে আসা সব গল্প,
সাদা পথে হেঁটে যাব আমরা কত সভ্যতা পিছনে ফেলে
কত সহজ পথ ক্লান্তি নেই, নেই ভ্রান্তি।

মুখে নেই কথা, ইশারায় বুঝা হয়ে যায় মনের কথা
তুমি মুগ্ধ হাওয়ায় ডানা মেলা পাখি
আর আমি রঙধনু রঙ প্রজাপতি
গা ছুঁয়ে পাশাপাশি পথ চলা, এ পথ চলার শেষ নেই
নেই পথের বাঁক, কিংবা এবড়ো থেবড়ো পথ।

নিবিড় চোখে উপভোগ করে যাচ্ছ……অপার্থিব রূপ
আলোর মৃদু উষ্ণতায় বারবার হারাই
আবার হারাই, এখানে হিংসা নেই, ঈর্ষা নেই।
পেরোই কত শত অচেনা পথ, পথের পরে পথ
পথের পাশে সাজানো ঝোঁপ ঝাঁড়
বুনোফুলের ঘ্রাণে মাতাল বেলা,
এখানে সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই
নেই গোধূলিয়া, সন্ধ্যা নেই কিংবা রাত
অফুরন্ত সময় হাতের মুঠোয়, গাছে গাছে পিউ কাহা
কুহু কুহু সুরের মূর্ছনা, মুহুর্মুহু ঝরা পাতার গান
আহা নৈঃশব্দের বাগানে ফুটে আছে কথার ফুল
আর মিষ্টি রোদ্দুর, কখনো দ্বাদশীর জোছনা,
বিভ্রম চোখে, মোহ চোখে নাকি বুঝা দায়
শুধু জানি তুমি আমি নির্ভয়ে মুগ্ধতায় পথ হাঁটছি
শেষ না হোক এ পথ চলা….
সহসা নীল প্রতিচ্ছায়া… ঐ যে দেখো সম্মুখপানে!

হসপস পায়ের প্রতিধ্বনি ভেসে আসছে কানে
তুমি আমি নেই সেই পথে আর
অদৃশ্য সব মনোহর দৃশ্য, নেমে আসে অথৈ অন্ধকার
কত শত বছর যেনো কেটে যায় উফ…
রাস্তার মাঝে সোডিয়াম আলোয় দেখি তোমার মুখ
বিমর্ষ মলিন মুখোচ্ছায়ায় শুধু ঝাঁঝাঁ রোদ্দুর জ্বলে উঠে
ফিরে আসি ফের এখানেই…..পার্থিব বাস্তবে
ঘুম ভেঙ্গে শুয়ে থাকি নিশ্চুপ

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত