মনের বিষন্নতা যখন গ্রাস করে অশ্রু ও সাথে টলমল,
গহীন থেকে দেখছে আমায় ঐ সে মেঘের দল।
বিলাস বহুল লোকের ভিড়ে কেন দেখে গহীন থেকে,
সব যখন ব্যস্ত হয়ে তাকিয়ে তাকিয়ে একটু ডাকে।
মৃত স্বপ্ন জাগিয়ে তুলতে বৃষ্টি এসে প্রেরণা জোগায়।
প্রশ্ন যখন ভরপুর আড়ালে তখন লুকিয়ে যায়,
যখন খুঁজি আমি নিজে করে লুকোচুরি আমার সাথে।
অশ্রুর সাথে আকাশ কাঁদে মনের আকাশ বৃষ্টি হয়ে নামে নিরব যখন আমি রই।
কেন সে আবার ডাকে,
সব ভুলে যখন ঘুমিয়ে যাই সে যে নিরবতা ভেঙ্গে ডেকে যায় ।
আমি কি তাদের খেলার সাথী? নাকি বিষন্নতার সাথী?
প্রশ্ন যখন করতে যাই কেন সে পালিয়ে যায়?
কোন সমুদ্দুরে আছে লুকিয়ে যাতনা গুলো ছিনিয়ে নিয়ে,
বেহুলা মন করে জালাতন শুদু তোমারি পরশ নিতে।
গল্পের বিষয়:
কবিতা